স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ত্রিশাল উপজেলার সাউথকান্দায় আর. জি. উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন কালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর অডিট বিভাগের চেয়ারম্যান মো: মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতী) বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে ও মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরীতে কোটা সৃষ্টি করেছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য যা করা দরকার সব কিছু করতে প্রস্তুত রয়েছি। যতদিন বেঁেচে আছি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন, মুক্তিযোদ্ধাদের উন্নয়ন সহ মুক্তিযোদ্ধাদের সন্তানদের পুর্নবাসনের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। বীরমুক্তিযোদ্ধা বাবুল চিশতী বলেন, আর. জি. উচ্চ বিদ্যালয়ের কি কাজ করলে শিক্ষক, ছাত্র/ছাত্রীদের সুবিধা হয় আমাকে বলবেন আমি করে দিব। আর. জি. উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। আর. জি. উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক ও দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর অডিট বিভাগের চেয়ারম্যান মো: মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতী)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: আবু জাফর রিপন, ময়মনসিংহ মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, অধ্যাপক এ এস এম মজিবুর রহমান, ত্রিশাল উপজেলার ভাইস চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু সাইদ, গনকল্যান পরিষদ (শম্ভুগঞ্জ) এর নির্বাহী পরিচালক ড. মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ মৎস্যজীবিলীগের সহ সভাপতি মো: ছাইফুল ইসলাম মানিক, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ পৌরসভার সাবেক কমিশনার কামাল খান, হরিরামপুর ইউনিয়নের ৩বারের নির্বাচিত ইউপি সদস্য মো: ছাইফুল ইসলাম ফরাজী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর.জি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুজ্জামান। ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক ও দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর অডিট বিভাগের চেয়ারম্যান মো: মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতী) মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বিশাল কাজ করে যাচ্ছেন। আমরা তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তিনি বলেন, ময়মনসিংহ জেলা পরিষদে আগামী ৫ বছর আছি, সুযোগমত আর. জি. উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে কাজ করা হবে। অধ্যাপক পাঠান বলেন, বর্তমান সরকারের সময়ে গ্রাম আর শহরকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই। বর্তমানে গ্রাম আর শহর একাকার হয়ে গেছে। বর্তমানে গ্রাম আর গ্রাম নেই। বর্তমান সরকার শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামের উন্নয়ন করছেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরেকবার সুযোগ পেলে দেশের অভুতপুর্ব উন্নয়ন করবেন।ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন, বাংলার ঘুমিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক ও দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর অডিট বিভাগের চেয়ারম্যান মো: মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতী) বিশাল কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া বাংলাদেশের ছোঁয়া ত্রিশালেও লেগেছে। ত্রিশালও এগিয়ে যাচ্ছে। ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধার সন্তান মো: আবু জাফর রিপন এর সবুজ ত্রিশালের স্বপ্নের প্রসংশা করে তিনি বলেন, সুপরিকল্পনা মাফিক কাজ করে সবুজ ত্রিশালের পাশাপাশি উন্নত ত্রিশালে রূপান্তরিত করুন।