সংবাদ শিরোনাম

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লওডারডেল বিমানবন্দরে হামালা চালিয়েছে এক বন্দুকধারী। এ হামলায় বহু ব্যক্তি হতাহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সংবাদ বিবিসির।

শুক্রবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, টার্মিনাল-২ এর ব্যাগেজ সেকশনে এ হামলা চালানো হয়।

ব্রোওয়ার্ড শেরিফের (পুলিশ) অফিস থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবিসি আরো জানিয়েছে, শত শত মানুষ বিমানবন্দরের ভেতরে দাঁড়িয়ে ছিল। এ ছাড়া প্রায় এক ডজন পুলিশের কার ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

গুলির শব্দ শোনার পর টার্মিনাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সময় বিমানবন্দরে ছিলেন হোয়াইট হাউজের সাবেক প্রেস সচিব এরি ফ্লেইচার। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘আমি এখন ফোর্ট লওডারডেল বিমানবন্দরে অবস্থান করছি। এখানে গুলি করা হচ্ছে। সবাই দিগ্বিদিক ছোটাছুটি করছে।’


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম