মো: রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ডিজিটাল মেলায় উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর তাতেই দেশের উন্নতি হবে, দেশ এগিয়ে যাবে সব সেক্টরে।
প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে সার্কিট হাউজ জিমনেশিয়ামে আয়োজিত তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহেতেশামুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নূরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে টাউন হল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।