ক্রীড়া ডেস্ক : ইমরুল কায়েসের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পান সৌম্য সরকার। আর এই সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই ব্যাটসম্যান। তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।
শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে প্রথম ইনিংসে ওপেনিং ব্যাটসম্যান সৌম্য। তবে শুরুতেই তামিমকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুতই ফিরে যান মাহমুদউল্লাহ।
তবে একপ্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে চাপমুক্ত করে চলেছিলেন সৌম্য। দারুণ সব শট খেলে মাত্র ৫৪ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
সাকিবের সঙ্গে জুটি গড়ে সৌম্য ভালোই আক্রমণই করছিলেন। তবে সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে ফিরতে হয় সৌম্যকে। শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ইনিংস খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বোলারদের স্থির হতে দিচ্ছিল না তার আগ্রাসি মনোভাব। তবে টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরির দেখা পাওয়ার আগ মুহূর্তেই ট্রেন্ট বোল্টের আঘাতে ফিরে যান সৌম্য। কিউই পেসারের বলটি একটু আলসে ভঙ্গিতে পুশ করতেই শর্ট কভারে ডাইভিং ক্যাচে কলিন ডি গ্র্যান্ডহোম আউট করে দেন সৌম্যকে (৮৬)। ১০৪ বলের ইনিংসটিতে ১১টি চার মেরেছেন সৌম্য। তার আউটের মধ্যে দিয়ে সাকিবের সঙ্গে ১২৭ রানের জুটি থামে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত