সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : পুলিশ ফাঁড়িতে প্রথম পর্যায়ের মত পুলিশ পরিদর্শক হিসাবে নিয়োগদান শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গত ২ জানুয়ারী আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু করেছেন। সমাজের সর্বস্তরের জনগণকে পুলিশের সেবা দ্রুততম সময়ে পৌছে দিতে পুলিশ ফাঁড়িগুলোতে পরিদর্শক পদমর্যাদার দায়িত্বশীল, যোগ্য ও দক্ষ পুলিশ অফিসারদের নিয়োগের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। ময়মনসিংহ শহর পুলিশের অতি ব্যস্ত ও জনবহুল ১নং ফাঁড়িতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল কুদ্দুছ খানকে ইনচার্জ হিসাবে দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে গত ২ জানুয়ারী পুলিশ সুপার এর যাত্রা আনুষ্ঠানিক শুরু করেন। পুলিশ সুপারের নির্দেশে গতকাল মঙ্গলবার ৩ জানুয়ারী সকালে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল কুদ্দুছ খান ১নং ফাঁড়িতে আনুষ্ঠানিক যোগদান করেছেন। পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল কুদ্দুছ খান নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ঐতিয্যবাহী খালিশপুর খানপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত আঃ কুদ্দুছ খান। তিনি ২০০২ সালে বাংলাদেশ পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। পুলিশের এসআই হিসাবে এর আগে তিনি ঢাকায় এসবি, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় সুনামের কর্মরত ছিলেন। উলে¬খ্য পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল কুদ্দুছ খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক (আইজিপি সম মর্যাদা) মুহ. আব্দুল হান্নান খান এর বড় ভাইয়ের ছেলে। এদিকে ময়মনসিংহ শহরের অতিব্যস্তম ১নং ফাঁড়িতে পুলিশ পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করায় শহরবাসীর মাঝে পুলিশের প্রতি আস্থা আরো বাড়তে শুরু করেছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম