শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
বিনোদন

প্রকাশ পেলো মধুমিতা-যশের ‘ও মন রে’

অপেক্ষার অবসান ঘটলো। প্রকাশ পেলো ওপার বাঙলার জনপ্রিয় তারকা জুটি মধুমিতা ও যশ অভিনীত ‘ও মন রে’ গানটির মিউজিক ভিডিও।

রোববার (১৫ আগস্ট) ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএস এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটির মিউজিক ভিডিও।

গানটির আলোচনায় আসার পর থেকেই এর মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। কেননা এতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানভীর ইভান।


তাছাড়া ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পর এই গানের মধ্য দিয়ে পাঁচ বছর পর জুটিবদ্ধ হয়েছেন মধুমিতা-যশ।

চার মিনিট দীর্ঘ এই মিউজিক ভিডিওতে একটা কাহিনি তুলে ধরেছেন পরিচালক বাবা যাদব। যদিও সেই কাহিনি কিন্তু অসম্পূর্ণ। শুরুতেই ধরা দিয়েছে মধুমিতার বিয়ের সাজানো আসর, লাল বেনারসিতে অপেক্ষায় হবু কনে। ছাদনা তলায় যাওয়ার আগে পুরোনো প্রেমকে চোখের সামনে দেখে নিজের আবেগকে সামলাতে পারেনি সে। রক্তজবা চোখে জড়িয়ে ধরে মধুমিতার কান্না, একরাশ অভিযোগ আর পুরোনো সময়ের ফ্ল্যাশব্যাক।

গানটি প্রসঙ্গে যশ জানান, ‘মধুমিতার সঙ্গে ফের একবার আমাকে পর্দায় দেখার জন্য আমার ভক্তরা পাগল ছিল, অবশেষে সেটা ঘটল! আশা করি ভালোবাসাকে মানুষ সেলিব্রেট করবে এই গানে, আর আমাদের জুটিটাকেও।’

মধুমিতার কথায়, ‘ও মন রে আমার কাছে খুব স্পেশ্যাল, এটি আমার দ্বিতীয় মিউজিক ভিডিও, ব্যক্তিগতভাবে এই গানটা আমার দারুণ পছন্দ। ভীষণ একটা প্রশান্তি রয়েছে গানটায়, খুব ইমোশনাল। তনভীরের গলাটা ব্যাপারটাকে জাস্ট জমিয়ে দিয়েছে।’

তানভীর ইভান বলেন, ‘ভারতে এটা আমার ডেবিউ প্রোজেক্ট, আমি ভীষণ এক্সাইটেড, আশা করছি দর্শকরা এই গানটা পছন্দ করবে।’

প্রতিবেদনটি লেখা পর্যন্ত গানটি দেখা হয়েছে ৪ লাখ ৭৪ হাজারের বেশি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *