সংবাদ শিরোনাম

 

ময়মনসিংহের নান্দাইলে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামের তারা মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৯) ও বাচ্চু মিয়ার মেয়ে উম্মে হাবিবা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে নান্দাইল থানার ওসি (তদন্ত) উবায়দুর রহমান বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পরিবার সূত্র জানায়, দুপুর ২টার দিকে তানিয়া, হাবিবাসহ আরও দুই শিশু বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে গোসল করতে নামে। এ সময় তানিয়া ও হাবিবা হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকে। সঙ্গে থাকা শিশুরা এটি দেখে দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম