পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে সম্প্রতি উচ্চ আদালতও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধের নির্দেশনা দেয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) এ বিষয়ে বিটিআরসি থেকে ক্ষতিকর এসব গেম বন্ধে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।
বিটিআরসির ওই কর্মকর্তা আরও জানান, অনলাইনে ক্ষতিকর গেম বা অ্যাপেরও তালিকা করা হচ্ছে। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।