সংবাদ শিরোনাম

 

ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শহরে পৃথক পৃথক বর্ণাঢ্য জসনে জুলুস র‌্যালী করা হয়েছে।

নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে বাংলাদেশ তরিকত ফেড়ারেশন ময়মনসিংহ জেলাও মহানগরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে পৃথক বর্ণাঢ্য জসনে জুলুস র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়।

 

র‌্যালীতে দয়াল নবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম, মিলাদ শরীফ (সাঃ) কায়েম কর, নারায়ে রিসালত- ইয়া রাসুল্লাহ শ্লোগান সহ ব্যানার, ফেষ্টুন সম্মিলিত বর্ণাঢ্য জসনে জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের নেতা অধ্যক্ষ ড.বিশ্বজিৎ ভাদুরী বক্তব্য রাখেন।

 

এর আগে মুজাদ্দেদীয়া তরিকত মিশনের মহাপরিচালক, গদীনাশীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরমী কবি পীরজাদা মাওলানা খাজা শাহ মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদীর নেতৃত্বে লালকুঠি দরবার শরীফ প্রাঙ্গণ থেকে এবং পাটগুদাম বিহারী ক্যাম্প থেকে পৃথক
জুসনে জুলুস র‌্যালীতে ধর্মপ্রাণ ভক্ত, জাকের, আশেকান অংশ গ্রহন করেন। এ ছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে কোরআন খানি, হামদ, নাতে রাসুল, জিকির আশকার, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম