শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

নিজের উপর অভিযোগকে মিথ্যা দাবি করে যুব মহিলা লীগ নেত্রীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের নামে মিথ্যা বিবৃতি ও বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদ এবং দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বপ্না খন্দকার অভিযোগ করেন ঈশ^রগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রানী ইসলাম ওরফে রানী মালা তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। তাঁর ভাবমুর্তি ক্ষুন্ন করতে মিথ্যাচার করছেন। তাঁর নামে বানোয়াট মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে স্বপ্না খন্দাকার রানী মালার অভিযোগ অস্বীকার করার পাশাপাশি রানী মালা নিজেই প্রতারণার উদ্দেশ্যে পুরুষদের সঙ্গে সর্ম্পক তৈরি করে বাড়িতে ডেকে নিয়ে ভিডিও তৈরি করেন। স্বপ্না খন্দকার তাঁর বক্তব্যে রানী মালার বিভিন্ন আপত্তিকর কাজের কথাও উল্লেখ করেন। তিনি এসব মিথ্যাচার ও বানোয়াট মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানান এবং রানী মালার মদদদাতা ও সকল কুকর্মের সহযোগিদের কঠোর শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে স্বপ্না খন্দকারের মা নাসরিন বেগম, শাশুড়ি মাবিয়া খাতুন, বোন ফাতেমা, যুব মহিলা লীগ নেত্রী হালিমা খাতুন, জেবিন চৌধুরী পাপিয়াসহ আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করে স্বপ্না খন্দকার।
এর আগে গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রানী মালা অভিযোগ করেন, স্বপ্না খন্দকার একদিন তাঁকে জোর করে অপরিচিত একজন পুরুষ লোকের সঙ্গে বিবস্ত্র অবস্থায় আলাদা ঘরে যেতে বাধ্য করেন।

পরে ওই ঘটনা স্বপ্না খন্দকার অন্য একজনকে দিয়ে গোপনে ভিডিও করেন। এরপর স্বপ্না খন্দাকার ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে তাঁর রাজনৈতিক কাজে ব্যবহার করতে থাকেন। তবে সম্প্রতি একটি আইডি থেকে ওই দিনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়াতেও স্বপ্না খন্দকারের হাত রয়েছে বলে মনে করেন রানী। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বপ্না খন্দকার, স্বপ্না খন্দকারের স্বামী মশিউর রহমান রানাসহ ছয় জনের নামের সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এ ঘটনার পর গত ৭ মে ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের কমিটি বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *