ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (৯ জানুয়ারি)৭দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তবে ওইদিন রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনা ঘটে। হামলার সাথে প্রাথমিক সম্পৃক্ততা থাকার অভিযোগে চাপাইর তলা ইউনিয়ন আ.লীগ সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিস্কার করে জেলা আওয়ামী লীগ।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত