সংবাদ শিরোনাম

 

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে আগুনে দুইটি গরুসহ দুই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

বুধবার রাত ১২টার দিকে নান্দাইলের খারুয়ার বনগ্রাম এলাকার এ এই আগুন লাগে।

উপজেলার খারুয়ার বনগ্রাম এলাকার কাঠ ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে এ আগুন লেগেছে বলে জানা গেছে। এতে একটি ষাড়, একটি গাভীসহ গোয়াল ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বাড়ির মালিকের ছেলে আসাদ।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম