সংবাদ শিরোনাম

 

বিনোদন ডেস্ক : নতুন বিজ্ঞাপনে অভিনয় নিয়ে বছরের হিসাবের খাতা খুললেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। একটি বহুজাতিক কোম্পানির প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র। কলকাতায় ইনডোরে এবং আউটডোরে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা সিয়াম আহমেদ। শুটিং শেষে এরইমধ্যে ঢাকায় ফিরেছেন তিশা। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর গল্প-ভাবনা অনেক চমৎকার। যে কারণে কাজটি করেও বেশ ভালো লেগেছে। আশা করি প্রচারে এলে বিজ্ঞাপনটি ভালো লাগবে সবার।’ এ বিজ্ঞাপনে অভিনয়ের আগে বছরের শুরুতে ‘নাম জানা পথ’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেন তিশা। শিগগিরই তিনি খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় নতুন একটি নাটকের কাজ শুরু করবেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম