নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে অংশ নিতে এসে জয়নাল আবেদীন নামে এক মুসল্লি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। জয়নাল কিশোরগঞ্জের কুলিয়াররচর থানার উত্তর শালুয়া এলাকার মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে।
শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, রাতে জয়নাল আবেদীন শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। এর কিছু সময় পর তিনি ইজতেমার ময়দানে মারা যান।
এর আগে, প্রথম ধাপে যোগ দিতে এসে আট মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন, বেদন মিয়া (৬৫), তারা মিয়া (৫৫), বাবুল মিয়া (৬৫), সাহেব আলী (৪০), হোসেন আলী (৬০), ফজলুল হক (৬০), আব্দুস সাত্তার (৬৫) ও জানু ফকির (৬৮)।