দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৫ আগস্ট) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬০ জন ও ঢাকার বাইরে ৮৯ জন রোগী ভর্তি আছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯৮ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৮৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯ জন।
চলতি বছর ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ১০০ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৬ জন।
এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি একই সঙ্গে কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করা হয়নি।