সুমন রায় দূর্গাপুর, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটি কোয়রী গুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায়, বেকার হয়ে পড়েছে হাজারো শ্রমিক, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।
মঙ্গলবার সরজমিন ঘুরে দেখা গেছে, অপরিকল্পিত ভাবে মাটি উত্তোলন ও পরিবহন এর ফলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক হাইকোর্টে এক মামলার দায়ের করায় গত মার্চ ২০১৫ খনিজ মন্ত্রনালয়ের নির্দেশ ক্রমে স্থানীয় প্রশাসন সাদা মাটির কোয়ারী থেকে মাটি উত্তোলন ও অপসারন বন্ধ করে দেন। কোয়ারী মালিক সমিতির সভাপতি বাচ্চু তালুকদার বলেন, কোয়ারী গুলোর মুল সমস্যা কোথায়? তা স্থানীয় প্রশাসন ও মন্ত্রনালয় বিগত ৩০ বছরেও সঠিক ভাবে আদৌ খতিয়ে দেখেননি। সরকারী ভাবে উচ্চতর রয়েলটি নির্ধারন করায় মালিক ও সরকার পক্ষের মাঝে ব্যাপক দর বৈষম্য দেখা দেয়ার ফলে কোয়ারী গুলো বন্ধ হয়ে যায়। এদিকে মাটির কোয়ারী, স্থানীয় কয়লা পোর্ট বন্ধ ও ক্ষেত খামারে কাজ কম থাকায় স্থানীয় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুভ্রত সাংমা দৈনিক সবুজকে বলেন, সরকার ও কোয়ারী মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়ার ফলে কোয়ারী গুলো বন্ধ থাকায় হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে রানীখং উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক অরুন কান্তি চন্দ দৈুনক সবুজকে বলেন, সাদামাটি কোয়ারী গুলো বন্ধ হয়ে যাওয়ায় আমাদের স্কুলের প্রায় ৪০% শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই কর্তৃপক্ষ সরকারী বিধি অনুযায়ী সাদামাটি কোয়ারী গুলো পুনরায় খনন কাজ চালু করলে এলাকার হাজারো শ্রমজীবি মানুষ মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পাবে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দৃষ্টি আকর্ষন করেছেন।