নেত্রকোনার দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক সাংবাদিক। এ ঘটনায় সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে দেয়া অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আহত সাংবাদিক হচ্ছেন, দৈনিক আমাদের সময়ের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি কলি হাসান। তার বাড়ি উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রামে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিপক্ষের. এলোপাথাড়ি কিল ঘুষিতে গুরুতর আহত হয় সাংবাদিক কলি হাসান ।
দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম অভিযোগের বরাত দিয়ে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহুর ভাতিজা মাজহারুলের সাথে সাংবাদিক কলি হাসানের বিরোধ চলে আসছিল। এর জেরে রাতে কলি হাসান তার অসুস্থ্য এক আত্মীয়কে হাসপাতালে দেখে বের হয়ে আসার পর হাসপাতালের মুলফটকের সামনে হামলা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করান।
পরে সাংবাদিক কলি হাসানের স্ত্রী সাজেদা আক্তার রোববার বিকেলে তিনজনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে চেয়ারম্যান রুহুর ভাতিজা, বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলামকে (৩৯) প্রধানসহ দুইজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করা হযেছে।
ওসি আরো বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান বলেন, সাংবাদিক কলি হাসানকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। তবে পিঠের একাধিক জখম বেশি ।