সংবাদ শিরোনাম

 

নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। রোববার বিকেলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহনে সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, সাবেক মেয়র শ. ম. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আ‘লীগ নেতা এডভোকেট মজিবুর রহমান, মো. আলী আজগর, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতার স্ব-পক্ষের একটি শক্তিশালী রাজনৈতিক দল। নেত্রকোনা ১ আসন থেকে আ‘লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। দুর্গাপুরের কিছু চিহ্নিত সন্ত্রাসীরা দলীয় শৃঙ্খলা ও এমপি মহোদয়ের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে তুলতে উঠে পড়ে লেগেছে। বহিরাগত সন্ত্রাসী দিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মাদক, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাং দিয়ে নানাবিধ অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে ওই সন্ত্রাসীদের গ্রেফতার ও কিশোর গ্যাং নির্মুলে পুলিশের ভুমিকা আরো জোরদার করার জোর দাবী জানানো হয়।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম