সুমন রায় দুর্গাপুর, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ বহু সন্ত্রাসী ঘটনার নায়ক ফেরারী আসামী শীর্ষ সন্ত্রাসী তাজুল ইসলামকে গ্রেফতার করেছে রবিবার।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খাঁন হুমায়ুন কবির এই প্রতিবেদককে জানান, রবিবার সকাল ১১টায় ব্যাস্ততম উকিলপাড়ায় বাংলা লিংক কাষ্টমার কেয়ার সেন্টারে সন্ত্রাসী তাজুল এসে কেয়ার সেন্টার ম্যানেজার রবিন আহাম্মেদ এর কাছে চাঁদা দাবী করে। ম্যানেজার রবিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী তাজুল সাথে থাকা অত্যাধুনিক চাকু বের করে আঘাত করার চেষ্টা করে। ম্যানেজারের চিৎকারে পাশ্ববর্তী মেসার্স সুজন টেলিকমের মালিক মোঃ আকবর হোসেন এগিয়ে এলে সন্ত্রাসী তাজুল আকবরকেও চাকু দিয়ে আঘাত করলে তার হাতের ৪টি আঙ্গুল কেটে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আশেপাশের জনতা তাজুলকে ধরে ফেলে থানায় খবর দিলে পুলিশ সন্ত্রাসীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ওসি হুমায়ুন আরো জানান, সন্ত্রাসী তাজুল অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারী আসামী। এছাড়াও ২০১৫ সালে ২৩ অক্টোবর দুর্গাপুর বাজারে ব্যবসায়ী দম্পতি খুনের সাথে জড়িত আছে বলেও পুলিশ সন্দেহ করছেন।