নেত্রকোনা দুর্গাপুরের বিদ্যুতায়িত হয়ে কিতাব আলী(৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। কিতাব আলী ওই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি ২ ছেলে ও এক মেয়ের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কিতাব আলী পালিত গরুকে খাওয়ানোর জন্য বাঁশঝাড়ে যায় বাঁশ পাতা কাটতে। বাঁশ পাতা কাটার এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান । বাঁশ ঝাড়ের উপর দিয়ে পল্লী বিদ্যুতের তার যাওয়ায় কাচা বাঁশের সাথে তার লেগে থাকার কারণে এ ঘটনাটি ঘটেছে।
দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।