ত্রিশালে বাস-অটোরিক্সা সংঘর্ষে যুবক নিহত
ময়মনসিংহের ত্রিশালে বাস-অটোরিক্সা সংঘর্ষে বিল্লাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারা নামকস্থানে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত এবং অপর একযাত্রী আহত হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহত বিল্লাল হোসেন উপজেলার সদর ইউনিয়নের আউলটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় আইনীপ্রক্রিয়া চলছে।