সোমবার, নভেম্বর ৪, ২০২৪
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

সেতুর নিচের মাটি সরে যাওয়ায় মেরামত শেষে প্রায় তিনি ঘণ্টা পর সচল হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজারের পিঠাগুড়ি সেতুর নিচের মাটি সরে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেল সোয়া ৪টার দিকে ব্রিজ মেরামত করলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গয়েশপুর বাজারের পিঠাগুড়ি এলাকার রেলসেতুর নিচের মাটি সরে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ওই সেতু মেরামত করার পর ট্রেন চলাচল সচল হয়।

তিনি আরও বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা দুর্ভোগে পড়ে। অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কাওরাইদ এবং হাওর এক্সপ্রেস মশাখালি স্টেশনে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *