স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ব্যাপক পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নতুবাজারস্থ দলীয় কার্যালয়েল সামনে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক টুটুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মামুনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম মোশররফ হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু সহ-সাধারণ সম্পাদক রফিক খান, ফরহাদ আলী, কোতোয়ালী যুবদলের আহ্বয়াক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বিরোধী দলকে নির্মূল করা যাবে না। অনত বিলম্বে চিকিৎসা শেষে তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে ফিরবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে চলমান গনতন্ত্র পুরুদ্ধারে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বাহান জানান।
সংক্ষিপ্ত সমাবেশ শেসে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভ কারীরা দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ মুখর হয়ে উঠে।