নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পাঠ্যপুস্তকে ভুল সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিবালয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাছ থেকে সাত কর্মদিবসের মধ্যে সার্বিক রিপোর্ট পাব। এনসিটিবির তদন্ত কমিটির প্রাথমিক ফাইন্ডিংসের ভিত্তিতে ২ জনকে ওএসডি করা হয়েছে। সেই কমিটিও প্রতিবেদন জমা দেবে। দিলে পরে আমরা ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘অবস্থা বুঝে কীভাবে কি (ভুলের) সমাধান করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেব। আমরা আশা করি এতে আমাদের শিক্ষার্থীরা বড় ধরনের কোন ক্ষতির সম্মুখীন হবে না।’
চলতি শিক্ষাবর্ষে বিতরণ করা প্রাথমিক ও মাধ্যমিকদের কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব নিয়ে সমালোচনার ঝড় বইছে।