নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) গুলশান ২ নম্বরের গুলশান সেন্টার পয়েন্টে ডিএনসিসির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আনিসুল হক বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনার মূল কারণ রেবিয়ে আসবে।
তদন্ত যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, সেজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখার বিষয়ে সুপারিশ করবেন তিনি বলেও জানান।