সংবাদ শিরোনাম

 

বিনোদন ডেস্ক : শুধু হলিউডে না, সারা পৃথিবীর বিনোদন জগতে অস্কার পাওয়া অত্যন্ত সম্মানজনক ব্যাপার। অস্কার জিততেতো অবশ্যই, এমনকি মনোনয়ন পাওয়ার  জন্যও  মুখিয়ে থাকেন পৃথিবীর হাজার হাজার পরিচালক, অভিনয় শিল্পী আর সুরস্রষ্টারা। সেই অস্কারের জন্য সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েও অংশ নেবেননা বলে ঘোষনা দিয়েছেন ইরানি চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানা আলিদুস্তি। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানি ভিসা বন্ধের প্রতিবাদ জানিয়ে এ সিদ্ধান্ত নেন ইরানের এ জনপ্রিয় তারকা।

এক টুইট বার্তায় তারানা জানিয়েছেন, ‘ইরানিদের ভিসার উপর এই নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক। জানি এটি একটি সাংস্কৃতিক মঞ্চ, তবু এর বিরোধিতায় আমি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসব না।’

প্রসঙ্গত, ট্রাম্পের নির্দেশে ইরান-সহ মোট সাতটি মুসলিম অধ্যুষিত দেশের ভিসার আবেদন এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন অসংখ্য মানুষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মুসলিম নিষিদ্ধকরণ নয়, সন্ত্রাস দমনই তাঁর আসল উদ্দেশ্য।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম