সংবাদ শিরোনাম

 

ক্রীড়া ডেস্ক : আজ ১৮ জানুয়ারি। বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের এক যুগ পূর্তি। এখন থেকে ১২ বছর আগে চট্টগ্রামে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। যার নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে চট্টগ্রামে ঘটেছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনা। সফরকারীদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ঢাকায় ড্র হওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সুবাদেই প্রথমবারের মতো সিরিজ জয়েরও স্বাদ পেয়েছিল সাদা পোশাকের টাইগাররা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ৪৮টি টেস্ট সিরিজ খেলে বাংলাদেশের জয় তুলে নিয়েছে তিনটিতে। ড্র করেছে ৫ টি টেস্ট সিরিজ, আর হেরেছে ৪০টি টেস্ট সিরিজ। এর মধ্যে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সিরিজ জয়ের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। প্রথম টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। পরের টেস্ট সিরিজ জয় তারও প্রায় পাঁচ বছর পর। যেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের জুলাইয় মাসে। তৃতীয় টেস্ট সিরিজ জয় আবারও জিম্বাবুয়ের বিপক্ষে। এবার ২০১৪ সালের নভেম্বরে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম