সংবাদ শিরোনাম

 

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে দ্রুতগ‌তির পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রা‌কে‌র পেছ‌নে ধাক্কা লে‌গে চালক ও হেলপার নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (৫ জুন) রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ীর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও চালক শিপন আলী (৪০) এবং বা‌গে‌রহাট জেলার কান্দাপাড়া গ্রা‌মের মৃত শেখ আলিমু‌দ্দি‌নের ছে‌লে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, ভোররাতে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপভ্যান‌টি আনা‌লিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কা‌ছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই চালক ও হেলপার নিহত হয়।

তি‌নি আরও বলেন, উদ্ধার শে‌ষে মর‌দেহ ও দুর্ঘটনাকবলিত গা‌ড়ি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম