টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার হাতিলায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় দুমরেমুচরে যাওয়া ট্রাকচালকসহ ৫ জন দিনমজুর আহত হন। আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিংসের সিনিয়র স্টেশন অফিসার মফিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল সদর উপজেলার হাতিলায় পৌঁছালে একটি ইট বোঝাই ট্রাক রেল ক্রসিং পার হওয়ার সময় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি দুমরেমুচরে যায়। এতে ট্রাকের চালক এবং ট্রাকে থাকা পাঁচজন দিনমজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকটি অপসারণে কাজ করে।