শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আজ (বুধবার) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জেতার হাতছানি, কিউইদের জন্য সিরিজ বাঁচানোর।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুঁটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় কিউইরা। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে সফরকারীরা। পরে জয় পায় ৫২ রানের বড় ব্যবধানে। তাদের সামনে সুযোগ চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা টানা। তখন পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে অঘোষিত ফাইনাল।

আগের ম্যাচে হারলেও একাদশে বদল আনেনি বাংলাদেশ। কিউইদের দলে এসেছে দুই পরিবর্তন।

চতুর্থ ম্যাচে দুই দলের একাদশ :

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *