মোশারফ হোসাইন ঝিনাইগাতী, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগতীতে , উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে । উন্নয়ন মেলার প্রথম দিন সকালে এক বনার্ঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে । মেলার প্রথম দিন ৯ জানুয়ারি সোমবার সকালে একটি আলোচনা সভা উনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ,কে,এম ফজলুল হক চাঁন । আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন । ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার এ.জেড,এম শরীফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ , ঝিনাইগাতী মডেল থানার ওসি মিজানুর রহমান এবং উপস্থিত ছিলেন , যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ,কে,এম বেলায়েত হোসেন , আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আবু তাহের ও আয়শা সিদ্দীকা রুপালী, প্রমুখ । পরে অতিথি রা মেলার ৩৪টি ষ্টল পরির্দশন করেন । এবং বিকাল ৩ টার সময় বিটিভি মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার এ.জেড,এম শরীফ হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মর্কতা গন উপভোগ করেন ।