ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর জেলার সীমান্ত বর্তী উপজেলা ঝিনাইগাতীতে নব বর্ষের এস এম এস পাঠানোর দায়ে চাকুরী হারালেন রাংটিয়া আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মাজু । জানা যায় গত ২৭ ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুন্দর আলী সাহেবের ছোট বোন লুতফা আক্তার কে এস এম পাঠিয়ে আসছিল মাজহারুল ইসলাম। পরে লুতফা আক্তারের পরিবার আপন শিক্ষা পরিবার কর্তৃপক্ষকে জানালে তারা ৩ জানুয়ারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করেন ।