স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : শুক্রবার সন্ধ্যায় কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে জাগরনী নাট্য গোষ্টী ও সাংস্কৃতিক সংসদ ২০১৬ পূর্ণমিলনী ও ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক ইউসুফ খান পাঠানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলের শিশু শিল্পী সাবরিনা জামান নৈরীতা এবং এই অনুষ্ঠানের সভাপতিও করেন কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক মিলন দেবনাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান নির্বাহী সদস্য,বিদ্রোহী নাট্যগুষ্টি সাধারণ সম্পাদক আজাহার হাবলু, ময়মনসিংহ লোকো কৃষ্টির সাধারণ সম্পাদক এডভোকেট কাসেম সাহেব, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আরজু পারভেজ, বহুরূপী নাট্য সংস্থার নির্বাহী সদস্য ও কারিগরি পরিচালক ওয়াহাব মাহামুদ রমজান ও কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক গন। এ ছাড়া দলের কর্মীবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। দলের প্রধান অধিকর্তা আনিসুজামান হাসান এর নেতৃতে সফলতার সাথে নাটক ও সামাজিক কর্মকাণ্ডের মাঝে বিদায় জানানো হয় ২০১৬ কে এবং সকলের কাছে আবেদন নতুন বছর ২০১৭ সামনের দিকে আমরা যেন ভালো ভাবে দল কে আরও বেগবান করতে পারি এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করেন। সেই সাথে আমাদের প্রধান অতিথি আমাদের দলের প্রধান উপদেষ্টা থেকে দলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগান ।পরে প্রধান অতিথি কেক কেটে দলের সকল সদস্যদের সাথে আরও কিছু সময় কাটান।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত