সংবাদ শিরোনাম

 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপনির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ভল্লববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাধব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সকাল থেকে বল্লববাড়ী সরকারি প্রাথমিক বিদ্রালয় কেন্দ্রে ওই প্রিসাইডিং কর্মকর্তার সহযোগিতায় জাল ভোট দিচ্ছিলেন কয়েক যুবক। খবর পেয়ে পুলিশ ওই কর্মকর্তাকে আটক করে। এ সময় তার টেবিলের ডয়ারে থাকা সিলযুক্ত ব্যালট পেপার উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মাহবুব আলম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে দেড় হাজার পুলিশ সদস্যসহ র‌্যাব ও বিজিবি কাজ করে যাচ্ছে। ওই প্রিসাইডিং কর্মকর্তাকে আটকের পর থানা নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম