জামালপুরে আরিফ হোসেন (২৮) নামে এক প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ সদর উপজেলার মাছিমপুর দক্ষিণবাড়ি এলাকার বদিউজ্জামানের ছেলে।
শনিবার (২৮ আগস্ট) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, শুক্রবার সকালে প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্দেশে বেরিয়ে ওই রাতেই ফিরে মালিকের বাসায় গাড়ি রেখে নিজ বাড়িতে আসছিল আরিফ। শনিবার সকালে সদর উপজেলার হামিদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আরিফের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের দেহে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জড়িতদের গ্রেফতারে একাধিক টিমের সাঁড়াশি অভিযান চলছে।