মো: রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ‘‘শিক্ষার আলো জ্বালবো ডিজিটাল বাংলাদেশ গড়ব’’ এই শ্লোগানে দেশের অষ্টম বিভাগ ও শিক্ষা নগরী ময়মনসিংহে দিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় টাউন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কৃষিবিদ মোঃ খলিলুর রহমান উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আব্দুল লতিফ ও জাতীয় প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল হক উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের র্যালীটি দেশের অষ্টম বিভাগ ও শিক্ষা নগরী ময়মনসিংহ শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে টিচার্স ট্রেনিং কলেজে গিয়ে শেষ হয়,পরে সেখানে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষকসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।