ভোট দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আজমত উল্লা। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার দিকে ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী। ভোট দিয়েই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।
আজমত উল্লা কেন্দ্র থেকে বের হওয়ার পর সাংবাদিকদের বলেন, নতুন ভোটার, যুবক ও নারীদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে। ভোট সুষ্ঠু হচ্ছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।
তিনি বলেন, ইংরেজিতে একটি কথা আছে, পিপল ইজ দ্য ভয়েজ অব দ্য গড। আল্লাহ যা চান, তা জনগণের মাধ্যমে প্রকাশ করিয়ে দেন।
বাড়ির পাশের কেন্দ্রে অন্য প্রার্থীদের এজেন্ট নেই? এ বিষয়ে আপনার বক্তব্য আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজমত উল্লাহ খান বলেন, আমি তো কাউকে কোন প্রার্থীর এজেন্ট দিতে পারব না। সুতরাং এই কথাটি তাদের জিজ্ঞেস করুন, উত্তর অবশ্যই পাবেন। ভোটকেন্দ্রে এজেন্ট নিয়ে কোনো বাধা নেই।
অনেক জায়গায় এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ রয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন? উত্তরে আজমত উল্লা খান বলেন, আপনি সুনির্দিষ্ট করে বলুন, কোন কেন্দ্রে এজেন্ট বের করে দেয়া হয়েছে। অন্য প্রার্থীরা যদি এজেন্ট দিতে না পারে তাহলে আমি তো সেই দায়িত্ব নেব না।
ইভিএম মেশিনে অনেক ভোটারের ফিঙ্গারে মিলছে না তারা ভোট দিতে পারেনি এ বিষয়ে কোনো নির্দেশনা রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে আজমত উল্লাহ খান বলেন, যদি কারো ফিঙ্গার না মেলে, আর তার যদি স্মার্ট কার্ড থাকে তবে সে অবশ্যই ভোট দিতে পারবেন। এটা সবার জন্য প্রযোজ্য।
বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন ত্রুটি দেখা দিচ্ছে, এই কারণে ভোট গ্রহণের সংখ্যা কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা খান বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, ভোট গ্রহণের সময় পর্যন্ত ভোটাররা ভোট দিবে। যদি সময় শেষে হয়ে যায়, তবে যদি লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকেন তাহলে সবার ভোট যেন নেওয়ার হয়।