নিজস্ব প্রতিবেদক : ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এই পুনর্মিলনী। বিকাল সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী সমাবেশ মঞ্চে আসেন।
ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নিয়েছেন। প্রায় পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
সকাল থেকে সারাদেশের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। এতে নবীন-প্রবীণদের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
এই পুনর্মিলনীকে কেন্দ্র করে শাহবাগ ও আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে আয়োজক সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে যানজট সহনীয় পর্যায়ে রাখতে পাঁচটি শৃঙ্খলা উপকমিটি করা হয়েছে। প্রতি উপকমিটিতে ৩৫ জন করে নেতাকর্মী কাজ করছেন।
গতকাল ছাত্রলীগের এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সম্মেলনের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। রাজধানীবাসীর দুর্ভোগ হতে পারে এমন আশঙ্কায় তারা বিভিন্ন উদ্যোগের কথা জানান। তবে এর জন্য আগাম দুঃখ প্রকাশ করেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।