বিনোদন ডেস্ক : সাদিয়া খালেদ স্নিগ্ধা। বর্তমান সময়ে মিডিয়ার পরিচিত মুখ। অনেকদিন ধরেই টেলিভিশন নাটকে অভিনয় করছেন। তার সর্বশেষ নাটক ছিল আশরাফুল আলম রিপনের পরিচালনায় এসএ টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘পরী’। মাঝে বাবা মারা যাওয়ায় বছরখানেক সময় ছিলেন পর্দার আড়ালে। এ পর্যন্ত ২০/২৫টি চলচ্চিত্রের অফারও ফিরিয়ে দিয়েছিন তিনি। কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করবেন। ব্যাটে-বলে মিলে গেলেই তিনি সিনেমায় নেমে পড়বেন। এমন কথাই তিনি জানান।
স্নিগ্ধা বলেন, ‘অনেক চলচ্চিত্রের অফার পাই, তবে এতদিন কাজ করিনি। যদি সব ঠিক থাকে, ভালো লাগে তাহলে চলচ্চিত্রে অভিনয় করবো। আমি দেশকে ভালোবাসি। দেশের বাইরে কোনো শুটিংয়ে আমি অংশগ্রহণ করতে চাই না। এমন কোনো ছবিতে সুযোগ পেলে অবশ্যই কাজ করবো।’
স্নিগ্ধা এ পর্যন্ত প্রায় ৪০টির মতো নাটকে কাজ করেছেন। বসুধা আইল্যান্ড, রুচি চানাচুর, রুচি আচার, চাঁকা ওয়াশিং পাউডার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাংলালিংক, টেলিটক বিলবোর্ডসহ অনেক বিজ্ঞাপনের মডেল হয়েছেন। স্নিগ্ধা ছোটবেলা থেকে বুলবুল ললিত কলা একাডেমীতে (বাফা) নাচ গান শিখেছেন। এখনো তাই নাচের জন্য কোথাও ডাক পড়লে ছুটে যান। নৃত্য পরিবেশন করে মাতোয়ারা করেন সবাইকে। নাচে বেশ কিছু পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। কথা চলছে কয়েকটি সিরিয়ালে অভিনয়ের। ছোট পর্দায় তাই খুব শিগগিরই আবার দেখা যাবে এই অভিনেত্রীকে।