সংবাদ শিরোনাম

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে মিনিবাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তারা পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন অন্তত ১০ জন।

এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মিনিবাসটি একটি কারখানার সামনে উল্টে যায়।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে কর্ণফুলি থানার মইজ্জ্যারটেক গরু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন-নাজিম উদ্দিন (৩৫), মো. কামাল (৩২), লাইলি আক্তার (৩৫) ও মো. আলমগীর হোসেন (৩৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কর্ণফুলি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম  জানান, শহরমুখী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ  জানান, গুরুতর আহত অবস্থায় ৫ জনকে চমেকে আনা হলে এদের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম