শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : শিশুরা দেশ ও জাতির প্রাণ। ওরাই একদিন এদেশ পরিচালনা করবে, তাই ওদের অগ্রগতিতে কোন সমস্যা হলে জানাবেন। আমি পৌর মেয়র হিসাবে যতদিন আছি, চেষ্টা করবো ওদের সকল সমস্যা সমাধানের। ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩০ জানুয়ারি/১৭) পৌর এলাকার আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টকে আগামী দিনে আরো প্রাণবন্ত করতে হবে। শিশুদেরকে খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ২টি করে ফুটবল প্রদান করা হবে। গৌরীপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় গৌরীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার সাইফুল ইসলাম রিপন, আতাউর রহমান আতা, আব্দুল কাদির, এসএম আলী আহাম্মদ খান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলার শিউলী চৌধুরী, দিলুয়ারা বেগম, জেসমিন আক্তার, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ।
খেলা পরিচালনা ও বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান, শংকর চন্দ্র চাকী, মোঃ আরফান আলী, মোঃ মনহর আলী, আম্বিয়া আক্তার, সাইদা ইয়াসমীন, প্যাসিফ্লোরা সুলতানা, সৈয়দা লুৎফুন্নাহার, মোহসিনা ফিরদাউস, লতিফা পারভীন, আরতী রানী সরকার, নাছিমা বেগম, সুজলা আক্তার, মনিরা আক্তার, আবুল হাসিম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সরযূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলম।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত