সংবাদ শিরোনাম

 

শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৮ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক লুৎফা খাতুনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বদরুল আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার প্রমুখ। প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক ও মোহাম্মদ সফিকুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম