শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মাওহা ইউনিয়নে স্থানীয় বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিঃ মিঃ রাস্তা মাটি ভরাট করে সংস্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে কুশ্বাপাড়া হতে বাউশানীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন মাওহা ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন এবং বিষমপুর হতে মাওহা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান, বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সভাপতি উজ্জল মিয়া ও সাধারণ সম্পাদক আজাহারুল করিম সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত