বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

গৌরীপুরে ভিনগোলার্ধের উদ্যোগে শীতবস্ত্র পেলেন শীতার্তরা

শামীম খান, স্টাফ রিপোর্টার : আমেরিকান প্রবাসী স্বেচ্ছাসেবি সংগঠন ভিনগোলার্ধের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে শীতবস্ত্র পেলেন শীতার্ত অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষজন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংগঠনটি উপজেলা পৌর শহরের কালীখলা, সতিষা খালপাড় ও সদর ইউনিয়নের শতাধিক অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়।
এর আগে স্বজন সমাবেশ কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ।

এ সময় তিনি বলেন, মাঘের হাঁড় কাঁপানো শীতে আমেরিকান প্রবাসীদের সংগঠন ভিনগোলার্ধ শীতবস্ত্র বিতরণ প্রশংসনীয় উদ্যোগ। প্রবাসীরা বিদেশে অবস্থান করেও দেশের মানুষের কথা চিন্তা করে এই সংগঠনটি জ¦লন্ত উদাহরণ। আশা করবো সংগঠনটি দেশ ও জনগণের কল্যাণে অব্যাহতভাবে কাজ করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, নিজাম উদ্দিন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন দাস, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুকুল ইসলাম, স্বেচ্ছাসেবি তানজিদ হাসান সৌরভ, সুজন মিয়া, শাফি, তাসাদ্দুল করিম, কাউসার আহমেদ প্রমুখ।

শীতবস্ত্র পেয়ে জরিনা খাতুন বলেন, এই কনকনে শীতে খুব কষ্টের মধ্যে আছি। আজকে কম্বল পেয়ে খুব খুশি।
সজল শীল বলেন, আমরা গরীব মানুষ। আমাদের গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমাদের মতো গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই সংগঠনটি। আমরা অত্যন্ত খুশি।

ভিনগোলার্ধের গৌরীপুরের সমন্বয়ক মোঃ হারুন মিয়া জানান, সংগঠনটির বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত থাকায় ২০২৪ সালে স্থানীয়ভাবে সংগঠনটির দায়িত্ব পাই। ভিনগোলার্ধের লক্ষ্য হচ্ছে সমাজের দুঃস্থ, অসহায় ও দরিদ্র্য জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। মানুষকে বইমুখী করা ও পরিবেশকে সমুন্নত রাখতে বৃক্ষরোপণে উৎসাহিত করা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *