গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৭০) আর নেই। তিনি বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন বৃহস্পতিবার বেলা ১১ টায় জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে নিহত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ রহিমুদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল কদ্দুছ, ফজলুল হক, ইকবাল হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।