ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে সাবান দিয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন। পরে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. শাকিল আহমেদ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারি প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহেলর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা মিঠু, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার দীরেশ চন্দ্র সরকার, উপজেলা সহকারি প্রোগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাজমা বেগম, আমিন উল্লাহ মমতাজী, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো বিপ্লব প্রমুখ।
Leave a Reply