সংবাদ শিরোনাম

 

ময়মনসিংহের গৌরীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুব্ধ করতে কর্মসূচির আয়োজনে করা হয়েছে।
বুধবার গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে স্থানীয় ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে চারশজন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।
গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিবের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র শিক্ষক আমিরুল মোমেনীন, সাংবাদিক মো. রইছ উদ্দিন, সাংবাদিক ওবায়দুর রহমান, শামীম আলভী প্রমুখ।

স্বেচ্ছাসেবক হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সদস্য রমজানুর আহাম্মেদ নাজিম, তানজিনা আফরিন এ্যানি, শিমুল মিয়া, মো. শামীম মিয়া, মো. সারোয়ার হোসেন, মো. রাজিবুল হাসান, সালমান মুক্তাদির, রাকিবুল ইসলাম শান্ত, মো. সজিবুল ইসলাম শান্ত, মাসুমা আক্তার ফারজানা, অন্তরা দাস, তাসফিয়া আক্তার তমা, যারিন তাসনিম, রওজাতুল জান্নাত জ্যোতি, ইফাত আরা শেখ।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম