সংবাদ শিরোনাম

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে গৌরীপুর পৌর শহরের হারুন পার্ক চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দলীয় নেতা-কর্মীরা জানান বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যন আহম্মেদ তায়েবুর রহমান হিরন,উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন,পৌর যুবদলের আহ্বায়ক সুজিত দাস,যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ,যুবনেতা পল্লব খান,জিয়াউর রহমান (পৌর কাউন্সিলর) যুবদল নেতা শেখ বিপ্লব,আঃ বাকী রানা,আঃ হানিফ,বিএনপি নেতা আজিজ মন্ডল, জায়েদুর রহমান (চেয়ারম্যন),আঃ মান্নান,এখলাছুর রহমান কিরন,আতাউর রহমান আতা,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিএনপির আন্দোলন সংগ্রাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা কামনায় দোআ অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের ব্যয় দিয়ে বন্যার্তদের মাঝে খরচ করার জন্য সকলে এগিয়ে আসেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম