শামীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা। সোমবার (৯ জানুয়ারী) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি শেষে ফিতা কেটে উক্ত মেলার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সীমা রানী সরকার, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু বিধু ভুষণ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি প্রমুখ। এ মেলাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরার জন্য প্রায় অর্ধশত স্টল বসানো হয়েছে। মেলার স্টল পরিদর্শনে স্থানীয় সর্বস্তরের জনগন ভীড় পরিলক্ষিত হচ্ছে। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান রূপকল্প ২০২১ এবং ২০৪১ অর্জনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের গৃহীত কার্যক্রম ও সাফল্য প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৩ দিনব্যাপি এই মেলা শেষ হবে।