শামীীম খান, গৌরীপুর ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে রবিবার (২৯ জানুয়ারী) বেলা ১১ টায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত